Connecting You with the Truth

ডেনমার্ক হামলা: অস্ত্রধারীকে সহায়তায় অভিযুক্ত ২

Denmarkআন্তর্জাতিক ডেস্ক:

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে সপ্তাহান্তের হামলার ঘটনায় অস্ত্রধারীকে সহায়তা করার জন্য পুলিশ দুইজনকে অভিযুক্ত করেছে। ড্যানিশ মেডিয়ার সন্দেহভাজন বন্দুকধারী ওমর আল-হুসেইনকে পুলিশ গুলি করে হত্যা করে। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, এখন পর্যন্ত যা জানা গেছে তাদে ওই ব্যক্তি সন্ত্রাসী দলের সদস্য না। গুলির ঘটনায় এক ফিল্ম ডাইরেক্টর এবং এক ইহুদি নিহত এবং ৫ পুলিশ আহত হয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ এবং সরিয়ে দেয়াসহ বন্দুকধারীকে লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়েছে। একজনের আইনজীবী আনীত অভিযোগ অস্বীকার করেছেন। শনিবার কোপেনহেগেনের একটি ক্যাফেতে বাকস্বাধীনতা নিয়ে একটি বিতর্ক অনুষ্ঠান চলার সময় এক অস্ত্রধারীর গুলিবর্ষণে এক ব্যক্তি নিহত এবং তিন পুলিশ আহত হয়। দ্বিতীয় হামলার ঘটনায় শহরের প্রধান সিনাগগে এক ইহুদি নিহত এবং দুই পুলিশ কর্মকর্তা আহত হয়। পুলিশ বলেছে, ভিডিও নজরদারিতে পাওয়া তথ্যে দেখা গেছে, একজনই দুই হামলা চালিয়েছে।

Comments
Loading...