Connecting You with the Truth

ডেমোক্রেটিক প্রার্থী নির্বাচনের ভোটে হিলারি এগিয়ে

hillaryclintonমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের প্রথম দফা ভোটাভুটিতে এক শতাংশেরও কম ব্যবধানে জয়ের দাবি করেছেন হিলারি ক্লিনটন। আইওয়া অঙ্গরাজ্যে ভোটাভুটির পর হিলারি ক্লিনটনের শিবির বলছে, তারাই এগিয়ে আছেন এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স এখন আর কোনভাবেই হিলারি ক্লিনটনকে টপকাতে পারবেন না।
একটি প্রেসিংক্ট বা নির্বাচনী এলাকার ফল এখনো ঘোষিত হয় নি। তবে সেখানেও অতি অল্প ব্যবধানে হিলারিই এগিয়ে আছেন। কিছু কিছু প্রেসিংক্টে ‘টস’ করে ফল নির্ধারিত হয়েছে। হিলারি ক্লিনটন বলেছেন, ফলাফলের পর তিনি স্বস্তির নিংশ্বাস ফেলেছেন।
সবশেষ খবর অনুযায়ী হিলারি এবং স্যান্ডার্স উভয়েই ৫০ শতাংশের মতো ভোট পেয়েছেন, কিন্তু প্রাপ্ত ভোটের হিসেবে হিলারির ডেলিগেটের সংখ্যা ২২ জন, এবং স্যান্ডার্সের ডেলিগেট ২১ জন। সবচেয়ে বেশি অঙ্গরাজ্য বা ‘ককাসে’ যে প্রার্থী জিতবেন – তিনিই প্রেসিডেন্ট নির্বাচনে দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী হবেন। অন্যদিকে, রিপাবলিকান পার্টির ভোটাভুটিতে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। মি ক্রুজ রিপাবলিকান ভোটের ২৮ শতাংশ পেয়েছেন এবং মি. ট্রাম্প পেয়েছেন ২৪ শতাংশ।
মি. ক্রুজ বিজয়ের পর বলেছেন – এই ফলাফল প্রমাণ করে যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন তা মিডিয়ার ঠিক করার বিষয় নয়।

Comments
Loading...