Connecting You with the Truth

ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকাল ৪টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আজমাত গ্রুপের চেয়ারম্যান ড. মো. আতহার উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব এ কে এম জব্বার ফারুক, পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সামিমুজ্জামান ফিরোজ, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মেজর ওহাব মিনার, সাবেক জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার এবং রেডিসন গ্রুপের চেয়ারম্যান মো. মজিবুর রহমান।

সংগঠনের সদস্য সচিব ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইবাদুল ইসলাম বাদলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইফতার মাহফিল আয়োজন কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম জাহিদ, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী গোলাম মোস্তফাসহ ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Comments