Connecting You with the Truth

ঢাকায় টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস

teenage_mutant_ninja_turtles_ver17
বিনোদন ডেস্ক: কমিকসে ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস’এর প্রথম আবির্ভাব হয় ১৯৮৪ সালে। এরপর তাদের নিয়ে কার্টুন সিরিজ, চলচ্চিত্র, ভিডিও গেমস, খেলনা তৈরি হয়েছে। ২০১৪ সালে পূর্ণ হলো এর ৩০ বছর। এ উপলক্ষে হলিউডে মুক্তি পেয়েছে ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিত অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও কমেডি ধাঁচের ছবি, টিনেস মিউট্যান্ট নিনজা টার্টেলস’। জোনাথান লাইবেসম্যান পরিচালিত কল্পবিজ্ঞানধর্মী ছবিটি ঢাকায় নিয়ে এসেছে ব্লকবাস্টার সিনেমাস। আগামী ৫ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কের এই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। এ উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর আমন্ত্রিত অতিথিদের জন্য ছবিটির বিশেষ প্রদর্শনী হবে ব্লকবাস্টার সিনেমাসে। ছবিটির গল্পে দেখা যায়, সাংবাদিক এপ্রিল ওনীল ঘটনাক্রমে নিনজা টারটেলসের চার সদস্য রাফায়েল, মাইকেলাঞ্জেলো, ডোনাটেলো এবং লিওনার্ডোকে দেখে ফেলে। স্পিøন্টার নামের ইঁদুর তাদেরকে মার্শাল আর্টের প্রশিক্ষণ দেয় মানুষের কল্যাণে কাজ করার জন্য। নিনজা টার্টেলসরা একত্রিত হয়ে মোকাবেলা করে নিউইয়র্ক শহরের জন্য হুমকি হয়ে উঠা কিংপিন গ্র“পকে। ছবিটিতে এপ্রিল চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী মেগান ফক্স। এ ছাড়াও আছেন অ্যালান রিচসন, জেরেমি হাওয়ার্ড, নোয়েল ফিশার, উইল আর্নেট, ড্যানি উডবার্ন, জনি নক্সভিলের মতো তারকারা। ১ ঘণ্টা ৪১ মিনিট ব্যাপ্তির ছবিটি গত ৮ আগস্ট মুক্তি দিয়েছে প্যারামাউন্ট পিকচার্স। সাড়ে ১২ কোটি মার্কিন ডলার বাজেটের ‘টিনএজ মিউটেন্ট নিনজা টার্টেলস’ আয় করেছে ১৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

Comments
Loading...