Connecting You with the Truth

বাড়ল গণপরিবহনের ভাড়া

bangla_bus

ঢাকায় গণপরিবহন সুবিধা সেভাবে গড়ে না ওঠায় মানুষজনকে বেগ পেতে হয়। ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে সিএনজি চালিত গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৭০ পয়সা করা হয়েছে। আর মিনিবাসের ভাড়া ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৬০ পয়সা করা হয়েছে।

অন্যদিকে সিএনজি অটোরিকশার ক্ষেত্রে প্রথম দুই কিলোমিটারের জন্য এখন ৪০ টাকা দিতে হবে। যা আগে ছিল ২৫ টাকা। বাস ও মিনিবাসের ভাড়া বাড়বে ঈদের পর আগামী ১ অক্টোবর থেকে।

আর ১ নভেম্বর থেকে অটোরিকশার বর্ধিত ভাড়া কার্যকর হবে। আজ বৃহস্প্রতিবার পরিবহন মন্ত্রণালয়ে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে। দূরপাল্লার যানবাহনের ভাড়া বাড়বে কিনা সে সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। বাংলাদেশের রাজধানী ঢাকায় গণপরিবহন সুবিধা সেভাবে গড়ে না ওঠায় মানুষজনকে বেশ বেগ পেতে হয়।

অন্যদিকে অটোরিকশা চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া নেয়া ও গন্তব্যে যেতে অনাগ্রহের অভিযোগ রয়েছে। সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধি করেছে সরকার।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...