Connecting You with the Truth

ঢাবিতে দেশেরপত্রের সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলা; মাইক্রোফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:
কোটা বিরোধী আন্দোলনের নিউজ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগকর্মীদের হামলার শিকার হয়েছেন দেশেরপত্রের স্টাফ রিপোর্টার রাকিব হোসেন। এসময় তার কাছে থাকা মোবাইল ফোন ও ডিজেআই মাইক্রোফোন ছিনিয়ে নেওয়া হয়। ভিডিও ডিলিট করে ফোন ফেরত দিলেও মাইক্রোফোন ফেরত দেয়নি হামলাকারীরা।

ঘটনাটি ঘটে আজ সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেয় কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। সংবাদ সংগ্রহের উদ্দেশে অন্যান্য সাংবাদিকদের সাথে সেখানে অবস্থান করছিল দেশেরপত্রের স্টাফ রিপোর্টার রাকিব হোসেন। সে দেশেরপত্রের অফিসিয়াল পেজে লাইভ করছিল। হঠাৎ একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে সেখানে উপস্থিত হলে হট্টোগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর হামলা করে। হামলাকারীরা ছাত্রলীগকর্মী বলে জানিয়েছে স্থানীয়রা। হামলার ঘটনা দেশেরপত্রে লাইভ করতে থাকলে হামলাকারীরা রাকিব হোসেনের উপরও আক্রমণ চালায়। তারা লাঠি দিয়ে রাকিব হোসেনের মাথায় আঘাত করে এবং বেধরক মারপিট করে নীলাফুলা জখম করে। এসময় তারা তার সাথে থাকা মোবাইল ফোন ও ডিজেআই মাইক্রোফোন (বুম ও রিসিভার) ছিনিয়ে নেয়। পরবর্তীতে ভিডিও ডিলিট করে ফোন ফেরত দিলেও মাইক্রোফোন ফেরত দেয়নি হামলাকারীরা। যার বর্তমান মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। পরে আহত অবস্থা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায় তার সহকর্মী। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Comments
Loading...