Connecting You with the Truth

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ নেই : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্ত বহাল থাকল। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মোহম্মদ ইজহারুল হক আকন্দ এই আদেশ দেন।

গত অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বন্ধ করে দেয়। ভতি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে এই সিদ্ধান্ত নেয় বলে তারা জানায়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু ২৬ জন পরীক্ষার্থীর অভিভাবক রিট করেন।

ঐ রিটের শুনানি শেষে গত মার্চ মাসে হাইকোর্ট রুল জারি করে। রুলে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বন্ধ করে দেয়া কেন বৈআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

শিক্ষার্থীদের পক্ষে সুব্রত চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাডভোকেট এ এফ এম মেজবাহউদ্দিন শুনানি করেন। শুনানি শেষে আজ রিট খারিজ করে দেয়া হয়।

অ্যাডভোকেট মেজবাহউদ্দিন জানিয়েছেন, হাইকোর্ট রিট খারিজ করে দেয়ার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বৈধ হিসেবে বিবেচিত হলো।

অন্যদিকে, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে।

Comments
Loading...