তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে পাখতুনসের জয়
ঢাকার ফর্ম দুবাইয়েও নিয়ে গেছেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। ক্রিকেটের নতুন সংস্করণ টি-টেনের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন তামিম। আর তার ব্যাটিংয়ের ওপর ভর করে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে পাখতুনস। টিম শ্রীলঙ্কাকে ২৭ রানে হারিয়েছে আফ্রিদির নেতৃত্বাধীন দলটি।
শুক্রবার দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে তাণ্ডব চালান তামিম- শেহজাদ জুটি। এই উদ্বোধনী জুটি ২.২ ওভারেই তোলেন ২৯ রান। চার ছক্কা ও পাঁচটি বাউন্ডারিতে তামিম হাঁকিয়েছেন অর্ধশত। তার ব্যাটিং-ঝড়ে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রান করে পাখতুনস।জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো টিম শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৮৭ রানে। সর্বোচ্চ ১২ বলে ৩১ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন তামিম ইকবাল।