Connecting You with the Truth

তালেবান সরকারকে ৩ কোটি ১০ লাখ ডলার ‘জরুরি’ সহায়তা দিচ্ছে চীন

নিউজ ডেস্ক:
তালেবানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করার পর আফগানিস্তানকে তিন কোটি ১০ লাখ ডলারের জরুরি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে চীন। জরুরি সহায়তার মধ্যে করোনাভাইরাসের ৩০ লাখ টিকাও থাকবে।

বুধবার (৮ সেপ্টেম্বর, ২০২১) আফগানিস্তানের প্রতিবেশী দেশ ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই এই সহযোগিতার ঘোষণা দেন।

জরুরি সহায়তার মধ্যে খাদ্যশস্য, শীতকালীন পণ্যসামগ্রী, ওষুধ এবং করোনাভাইরাসের ৩০ লাখ ডোজ টিকার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি উগ্র সন্ত্রাসীদের সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান।

এর আগে গত ১৫ আগস্ট রাজধানী কাবুলে দখলের মাধ্যমে পুরো আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর তালেবান ঘোষণা করেছিল যে, যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে চীন হবে তাদের প্রধান অংশীদার।

Comments
Loading...