আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত তাসকিন-সানি
স্পোর্টস ডেস্ক: আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তাসকিন আহমেদ এবং আরাফাত সানি। গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে এসেছিলেন পেসার তাসকিন আহমেদ এবং আরাফাত সানি। বিসিবি অপেক্ষায় ছিল ১৪ দিনের মাথায়, ২২ সেপ্টেম্বর সেই পরীক্ষার রিপোর্ট প্রকাশ করবে আইসিসি।
তবে ১৪ দিনের মাথায় নয়, ১৫ দিনের মাথায় পরীক্ষার রিপোর্ট প্রকাশ করল ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাসকিন আহমেদ এবং আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ। তারা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন।