Connecting You with the Truth

তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি

 জঙ্গি হামলার পর তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট বেজি কেইড। গত সপ্তাহে তিউনিশিয়ার একটি বিচে বন্দুকধারীর গুলিতে ৩৮ জন নিহত হওয়ার পর এ জরুরি অবস্থা জারি করা হয়। প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, ‘প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং জাতির উদ্দেশে স্থানীয় সময় পাঁচটায় বক্তৃতা দেবেন।’

তিউনিসিয়ার উপকূলীয় এলাকা সোসার সমুদ্র তীরবর্তী হোটেল সংলগ্ন এলাকায় গত ২৬ জুন বন্দুকধারীর হামলায় ৩৮ জন নিহত হন যাদের অধিকাংশই ছিলেন বৃটিশ পর্যটক।

হামলাকারী কালাশনিকভ রাইফেল নিয়ে হোটেলের সমুদ্র সৈকতে পর্যটক ও তিউনিসিয়ার নাগরিকদের ওপর গুলি চালায়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলি বিনিময়কালে ওই বন্দুকধারী নিহত হয়।

২৬ জুনের ওই হামলা ছিল তিন মাসের মাথায় দেশটিতে পর্যটকদের ওপর দ্বিতীয় হামলা। এর আগে জাতীয় জাদুঘরে যে হামলা হয় সেটিতে ২২ জন মানুষ মারা যায়।

Comments
Loading...