তিউনিসিয়ায় পর্যটক হোটেলে হামলায় নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ায় একটি সৈকত অবকাশ কেন্দ্রে এক বন্দুকধারীর গুলিবর্ষণে একাধিক বিদেশিসহ অন্তত ২৭ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ শুক্রবারের এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে। রাজধানী তিউনিসের ১৪০ কিলোমিটার দক্ষিনে সোসে এলাকার একটি পর্যটক হোটেলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার কারণে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারী একপর্যায়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী আরুই বলেন, হামলায় একাধিক পর্যটকসহ ২৭ জন নিহত হয়েছেন। তবে তিনি নিহতদের জাতীয়তার পরিচয় জানাননি। মারহাবা হোটেলে চালানো এই হামলা ‘একটি সন্ত্রাসী হামলা’। হামলাকারীকে হত্যা করা হয়েছে।
গত মার্চে তিউনিসের বারদু ন্যাশনাল মিউজিয়ামে এক হামলায় ২১ বিদেশি পর্যটক ও এক পুলিশ সদস্য নিহত হওয়ার কয়েক মাস পরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটলো।
গত ২০১৩ সালে সোসের একটি সমুদ্র সৈকতে এক ব্যর্থ হামলায় এক আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছিল। এছাড়া নিরাপত্তা বাহিনী কাছাকাছি স্থানে আরো একটি হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছিল।