Connecting You with the Truth

তিকরিতে জয়ের মুখে ইরাকি বাহিনী: যুক্তরাষ্ট্র

6039fd656d0946dc854214778452c461_18আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের সেনাবাহিনী ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে বড় ধরনের সাফল্যের মুখে রয়েছে বলে দাবি করেছেন শীর্ষ মার্কিন জেনারেল মার্টিন ডেম্পসে। ওয়াশিংটনে সিনেটের এক শুনানিতে ডেম্পসে বলেন, ইরাকি  সেনারা আইএস যোদ্ধাদের তিকরিত ছাড়া করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ডেম্পসে বলেন, “আধাসামরিক বাহিনী ও সেনারা তিকরিত থেকে আইএস সদস্যদের হটাতে সমন্বিতভাবে এগিয়ে যাচ্ছে। অবশ্য তাতে প্রশ্ন ওঠে ওখানকার সুন্নি পরিবারগুলোর ভবিষ্যত কি হবে? নিরাপত্তা বাহিনী কি মৌলিক সার্ভিসগুলো পুনর্প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করবে নাকি সহিংসতা ও শাস্তির বিষয়টি গুরুত্ব পাবে”। বিবিসি বলছে, ইরাকি সেনারা ইতোমধ্যে তিকরিত শহরের উত্তর-পূর্বাঞ্চলে ঢুকে গেছে বলে জানা গেছে। এরআগে ইরাকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি বাহিনী ও শিয়া আধাসামরিক বাহিনী কাদিশিয়া জেলার দুই-তৃতীয়াংশ  নিয়ন্ত্রণে নিয়েছে। আইএস জঙ্গি-সন্ত্রাসীরা ২০১৪ সালের জুনে তিকরিত দখল করে । শহরটির প্রধান সড়কগুলোয় তারা বোমা ও বিস্ফোরক পেতে রেখেছে। তবে ঠিক কতজন আইএস সদস্য এখনও তিকরিতে অবস্থান করছেন সে ব্যাপারে সঠিক তথ্য জানা সম্ভব হচ্ছে না। শহরটিতে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে সেটি একটি বড় ধরনের পদক্ষেপ হবে। অবশ্য তিকরিতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে এই সমন্বিত বাহিনী এখনো বড় ধরনের সাফল্য পায়নি। ৩০ হাজার সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যদের নিয়ে এই সমন্বিত বাহিনীকে ইরান সহযোগিতা করছে।

Comments
Loading...