Connecting You with the Truth

তিন চিকিৎসাধীন সাঁওতালের হাতকড়া খুলে দেয়ার নির্দেশ

hcortগাইবান্ধার তিন সাঁওতালের হাতকড়া অবিলম্বে খুলে দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সংঙ্গে তাদের হাতকড়া পরানোকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

এই তিন সাঁওতালের মধ্যে দুইজন রংপুর মেডিকেলে এবং আরেকজন ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আদালতের আদেশ অবহিত হওয়ার সঙ্গেসঙ্গে তাদের হাককড়া খুলে দিতে ডিএমপি কমিশনার ও রংপুর রেঞ্জের ডিআইজি ও গাইবান্ধা এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন ডাইরেক্টর জ্যোতির্ময় বড়ুয়া।

এদিকে আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন তিন সাঁওতালের হাতকড়া খুলে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

Comments
Loading...