Connecting You with the Truth

তিন তারকাই জ্বলে উঠলো বার্সালোনায়

Barcelona's+Luis+Suarez,+Neymar+and+Lionel+Messi+celebrate+a+goal+against+Atletico+Madridস্পোর্টস ডেস্ক:
মেসি, নেইমার, সুয়ারেসকে আটকাতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। আক্রমণভাগের তিন তারকাই জ্বলে ওঠায় কাম্প নউয়ে দৃষ্টিনন্দন ফুটবল খেলে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে দারুণ এই জয়ে ১টি করে গোল করেন দলটির বড় তিন তারকা লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেস। পেনাল্টি থেকে আতলেতিকোর একমাত্র গোলটি করেন মারিও মানজুকিচ। শুরু থেকেই আতলেতিকোর রক্ষণে চাপ সৃষ্টি করে লুইস এনরিকের বার্সেলোনা; একাদশ মিনিটে তার ফলও পায় কাতালুনিয়া দলটি। মেসি দারুণ দক্ষতায় এক জনকে কাটিয়ে ডান দিক থেকে ছোট ডি বক্সের মধ্যে পাস দেন। বল সুয়ারেসের গায়ে লেগে চলে যায় নেইমারের আয়ত্ত্বের মধ্যে। গোলমুখে বিনা বাধায় বল জালে পাঠাতে কোনো সমস্যা হয়নি ব্রাজিল তারকার। ৩৬তম মিনিটে সুয়ারেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। গোলটিতে বড় অবদান ছিল টানা চারবারের বর্ষসেরা ফুটবলার মেসির। ডান দিক থেকে বল পায়ে ক্ষিপ্র গতিতে ছুটে চোখের পলকে আতলেতিকোর রক্ষণ ভেঙে উরুগুয়ের এই স্ট্রাইকারকে পাস দিয়েছিলেন স্বাগতিকদের সবচেয়ে বড় তারকা। ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মানজুকিচ। ডি বক্সের মধ্যে মেসি স্পেনের ডিফেন্ডার হেসুস গামেসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে দারুণ গোছানো এক আক্রমণে জয় নিশ্চিত করেন মেসি। মেসির পা থেকেই আক্রমণটির সূচনা। ইভান রাকিতিচের দিকে বল বাড়িয়ে দ্রুত ডি বক্সে ঢুকে পড়েন লা লিগার সর্বোচ্চ গোলদাতা। ক্রোয়েশিয়ার মিডফিল্ডার রাকিতিচ তাকে ফিরতি পাস দিলেও বলটা নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। কিন্তু রাউল গার্সিয়া দলকে বিপদমুক্ত না করতে পারায় আবার বল পেয়ে যান মেসি। এমন সুযোগ নষ্ট করেননি আর্জেন্টিনার অধিনায়ক। এই জয়ে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলো বার্সেলোনা।

Comments
Loading...