Connecting You with the Truth

তিন বছরের সৎ মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যা করলেন বাবা!

Pic shows: The man repeatedly throws the child in a swimming pool expecting her to swim. These are the horrific last moments of a three-year-old girl who is callously drowned by her step-dad. The heavyset man, who has not been named, repeatedly throws the child in a swimming pool expecting her to swim. The tiny tot is seen floundering in the water and at one point he holds her under in a hotel pool while she is gasping for breath. His brutish actions are captured on CCTV and make difficult viewing as he takes several attempts to drown her while the mother is sleeping in her room. The first time he jumps in the pool with her there are two other guests in the water at the hotel in the city of Morelia, in the south west Mexican state of Michoacan. After throwing her in several times he leaves and then returns tossing her fully clothed in the empty pool again , bizarrely throwing a safety ring into the water but the tot is too weak to grab the life preserver. He eventually drowns her and puts her in the car afterwards as if nothing has happened as the family prepare to go out. The shocked mother realised something was terribly wrong, called the police who promptly arrested the man. He has now been charged with aggravated murder. (ends)

অনলাইন ডেস্ক: নিজের সন্তানের প্রতি কতটা নির্মম হতে পারেন একজন বাবা! মেক্সিকোর মিচোয়াকান শহরের জোস ডেভিড এন নামের এক ব্যক্তি যেন নির্মমতার সমস্ত মাত্রা ছাড়িয়ে গিয়েছেন। তিনি নিজের তিন বছরের কন্যা সন্তানকে সুইমিং পুলে ডুবিয়ে মেরেছেন ঠান্ডা মাথায়। সেই অমানবিকতার ছবি ধরা পড়েছে হোটেলের সিসিটিভি ক্যামেরায়।

Pic shows: The man repeatedly throws the child in a swimming pool expecting her to swim. These are the horrific last moments of a three-year-old girl who is callously drowned by her step-dad. The heavyset man, who has not been named, repeatedly throws the child in a swimming pool expecting her to swim. The tiny tot is seen floundering in the water and at one point he holds her under in a hotel pool while she is gasping for breath. His brutish actions are captured on CCTV and make difficult viewing as he takes several attempts to drown her while the mother is sleeping in her room. The first time he jumps in the pool with her there are two other guests in the water at the hotel in the city of Morelia, in the south west Mexican state of Michoacan. After throwing her in several times he leaves and then returns tossing her fully clothed in the empty pool again , bizarrely throwing a safety ring into the water but the tot is too weak to grab the life preserver. He eventually drowns her and puts her in the car afterwards as if nothing has happened as the family prepare to go out. The shocked mother realised something was terribly wrong, called the police who promptly arrested the man. He has now been charged with aggravated murder. (ends)

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নিজের সৎ মেয়েকে বারবার পুলের পানিতে ছুঁড়ে ফেলছেন জোস। মেয়েটি সাঁতার জানে না, তাই অসহায়ভাবে হাত-পা ছুলের মধ্যে। কিন্তু জোস নির্বিকার। তিনি নিশ্চিন্তে হেঁটে বেড়াচ্ছেন পুলের চারপাশে। কখনও বা একেবারে চলেই যাচ্ছেন ক্যামেররা ফ্রেমের বাইরে। এমনকী, এমনও দেখা গিয়েছে যে, চুলের মুঠি ধরে পানির নীচে মেয়েকে চেপে ধরে রাখছেন জোস। মেয়েটি যখন বাঁচার জন্য আকুলি-বিকুলি করছে, কোনওরকমে ভেসে থাকার শেষ চেষ্টা করছে, তখন আলগা ভাবে একটা লাইফবয় ভাসিয়ে দিলেন জোস। কিন্তু ছোট্ট মেয়েটি তার নাগালও পেল না।
এইসব কাণ্ড যখন ঘটছে তখন মেয়েটির মা, যিনি পেশায় একজন নার্স, ঘুমোচ্ছিলেন নিজের ঘরে। পরে স্বামীর সঙ্গে আবার পুলের ধারে বেড়াতে গিয়ে তিনি দেখতে পান নিজের মেয়ের নিথর দেহটি। প্রথমটা কিছুই বুঝতে পারেননি তিনি। পরে সিসিটিভি ফুটেজ দেখে গোটা বিষয়টি স্পষ্ট হয়।
২০১৫ সালের ১২ অগস্ট ঘটে এই ঘটনা। সিসিটিভি ফুটেজটি সোশ্যাল মিডিয়া মারফৎ প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে যায় সারা দেশে। পুলিশ জোসকে গ্রেফতার করতে সময় নেয়নি। আদালতেও ওই সিসিটিভি ফুটেজটিই ব্যবহৃত হয় জোসের বিরুদ্ধে প্রমাণ হিসেবে। বিচারকরা জোসকে দোষী সাব্যস্ত করেন এবং জোসকে ‘মানবতার কলঙ্ক’ বলে ঘোষণা করেন। শাস্তি হিসেবে তাঁকে ১০০ বছরের কারাদণ্ড দেয় আদালত।
কিন্তু কেন এমন ভয়াবহ অপরাধ করলেন জোস? তা স্পষ্ট নয়। তাঁর স্ত্রীয়ের বক্তব্য, সম্ভবত তাঁর প্রথম স্বামীর ঔরসজাত সন্তানকে সহ্য করতে পারতেন না। তারই পরিণামে জোস হত্যা করলেন একটি তিন বছরের শিশুকে।  সূত্র: দ্য সান, এক্সপ্রেস ইউকে।

Comments
Loading...