তিন বছর ধরে নিখোঁজ কাউখালীর কলেজছাত্র ফরহাদ
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরেরর কাউখালীতে মো. ফরহাদ রহমান (১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ হওয়ার তিন বছরেও সন্ধান মেলেনি। ছেলের হারানো শোকে পরিবারের সদস্যরা পাগলের মতো এখনো খুঁজে বেরাচ্ছেন। নিখোঁজ ফরহাদের কাউখালী উপজেলার ৪নম্বর পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের পল্লী চিকিৎসক মো. সাইদুর রহমানের ছোট ছেলে। সে পার্শ্ববর্তী উপজেলার স্বরূপকাঠী শহীদ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। ২০১৩ সালের ২২শে নভেম্বর শুক্রবার বিকাল ৫ টার দিকে স্বরূপকাঠী উপজেলা পরিষদের পেছনের ভাড়া বাসা থেকে বের হয়ে ওই কলেজ ছাত্র আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে নিখোঁজ ফরহাদের বাবা ২৩শে নভেম্বর নেছারাবাদ থানায় ছেলে নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ ব্যাপারে কাউখালী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, যেহেতু স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা থেকে নিখোঁজ হয় এবং নেছারাবাদ থানায় জিডি হয়েছিল। তিনি খোঁজখবর নিচ্ছেন। নেছারাবাদ থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, জিডির সূত্র ধরে ফরহাদের বাড়িতে খোঁজখবর নেয়া হচ্ছে।