Connect with us

দেশজুড়ে

তিস্তার করাল গ্রাসে বিলীন প্রায় দহগ্রাম

Published

on

পাটগ্রাম লালমনিরহাট:

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত তিনবিঘা করিডোরের আওতাধীন দহগ্রাম ইউনিয়ন। সর্বগ্রাসী তিস্তা নদীর পূর্ব তীরে অবস্থিত এই ইউনিয়নটি তিস্তার গর্ভে বিলীন হওয়ার পথে। বিশেষ করে তিস্তার ভাঙনে ১, ৪, ৮ ও ৯নং ওয়ার্ড সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে। এই ৪টি ওয়ার্ডের অনেকের ভিটেমাটি এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তারা নিজ নিজ আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ১নং ওয়ার্ডের সদস্য মো. ফরিদুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সদস্য মো. সাইদুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সদস্য মো. মতিউর রহমান এবং ৯নং ওয়ার্ডের সদস্য মো. হবিবর রহমান এলাকা ঘুরে অসহায় মানুষদের সান্ত্বনা দিচ্ছেন। তবে সরকারের প্রত্যক্ষ সহযোগিতা না পেলে নদীভাঙন প্রতিরোধ বা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা সম্ভব হবে না বলে জানান তারা। এতে সর্বগ্রাসী তিস্তার কবলে এ ভাঙনের মুখে দহগ্রাম ইউনিয়নের একটি বড় অংশ বিলীন হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বর্তমান সরকারের আগে করিডোরের গেইট ৬ ঘণ্টা খোলা থাকতো। বর্তমানে তা ২৪ ঘণ্টা খোলা থাকে। পাটগ্রামে হাটে করিডোরের লোকেরা যেখানে আগে সর্বোচ্চ ১০টি গরু বিক্রি করতে পারত সেখানে তারা ৩০টি গরু বিক্রি করার সুযোগ পাচ্ছেন। যেখানে বিদ্যুৎ আসার কোন সম্ভাবনা ছিল না, সেখানে প্রায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। তাছাড়া রাস্তা-ঘাট, স্কুল-মাদ্রাসা, মসজিদ ইত্যাদি সবক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এলাকাবাসী তিস্তার করাল গ্রাস থেকে রক্ষা পেতে সরকারের সাহায্য কামনা করছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *