তিস্তার চর থেকে ৬ কন্যাশিশুর লাশ উদ্ধার
নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ভারত থেকে ভেসে আসা তিস্তার চর থেকে পলিথিন ব্যাগে মোড়ানো ছয় মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের বানিরঘাট থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানান, পলিথিন ব্যাগে মোড়ানো এ নবজাতকের লাশগুলো ভারত থেকে ভেসে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের বানিরঘাটের তিস্তার চরে পলিথিনে মোড়ানো ছয়টি পাঁচ-ছয় মাস বয়সী মেয়ে নবজাতকের লাশ দেখতে পান এলাকাবাসী। এরপর তারা খবর দিলে পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ লাশগুলো ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশগুলো ভারত থেকে ঢলে ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।