তুরস্কের সেনা শিবিরে বোমা হামলায় নিহত ২৮; আহত ৬১(ভিডিওসহ)
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি সেনাশিবিরে বোমা বিস্ফোরণে ২৮ জন নিহত হয়েছে এবং ৬১ জন আহত হয়েছে বলে প্রতিবেদনে জানা গেছে। এক তুর্কী পুলিশ কর্মকর্তার বক্তব্য উদ্ধৃতি দিয়ে রয়টার্স সংবাদ মাধ্যম এই প্রতিবেদনটি করেছে।
তুর্কী কর্মকর্তারা প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করেছে। বিস্ফোরণটি তুরস্কের সংসদ এবং সেনা সদরদপ্তরের কাছেই সংঘটিত হয়।
তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বেকির বোজডাগ উক্ত ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকান্ড’ বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ছবিতে দেখা গেছে উক্ত এলাকা থেকে বিশাল আকারের ধোয়া উঠছে। এর আগে তুরস্কে আত্মঘাতী বোমা হামলাসহ যাতে ১০ জন মারা গেছে আরো বেশ কয়েকটি হামলা হয়েছে।