Connecting You with the Truth

তুরস্কে অর্ধশতাধিক পত্রিকা-টিভি স্টেশন বন্ধ ঘোষণা

14

তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা ২ সপ্তাহ অতিবাহিত হলেও দেশটিতে দমনপীড়ন অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় দেশটির কর্তৃপক্ষ উল্লেখযোগ্য সংখ্যক সংবাদ সংস্থা, ম্যাগাজিন, সংবাদপত্র ও টিভি চ্যানেল বন্ধের ঘোষণা দিয়েছে।

বিবিসি জানায়, কর্তৃপক্ষের সিদ্ধান্তের ফলে দেশটিতে ৩টি সংবাদ সংস্থা, ১৬টি টেলিভিশন চ্যানেল, ৪৫টি পত্রিকা এবং ১৫টি ম্যাগাজিন বন্ধ হয়ে যাবে।

এদিকে, গত ১৫ জুলাইয়ের সেনা অভ্যুত্থান চেষ্টার জেরে দেশটির এক হাজার ৭০০ সেনাবাহিনীর সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে ১৪৯ জন জেনারেল ও অ্যাডমিরাল পদধারী। এছাড়া সরকারি হিসেবে ২৪৬ জন নিহতের পাশাপাশি ২ হাজারেরও বেশি আহত হয়েছেন।

এর আগে বুধবার, তুর্কি কর্তৃপক্ষ ৪৭ জন সাংবাদিককে আটকের নির্দেশ দেয়। এর আগে, ৪২ জন রিপোর্টারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কয়েকদিন পরই এই নির্দেশ দেওয়া হলো।

Comments
Loading...