টানা তৃতীয়বারের মতো সেরেনার ইউএস ওপেন শিরোপা
স্পোর্টস ডেস্ক:
হ্যাটট্রিক করেছেন সেরেনা উইলিয়ামস। টানা তৃতীয়বারের মতো জিতে নিয়েছেন ইউএস ওপেন টেনিসের শিরোপা। আসরের প্রমীলা এককের ফাইনালে রবিবার মধ্যরাতে বান্ধবী ক্যারোলাইন ওজনিয়াকিকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন মার্কিন টেনিস তারকা। এই জয়ে ইউএস ওপেনের হ্যাটট্রিক শিরোপা জয়ের পাশাপাশি ক্যারিয়ারে ১৮টি গ্র্যান্ড ¯¬্যাম শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন সেরেনা। চলতি বছর ছোট খাটো দু-একটি শিরোপা জিতলেও গ্র্যান্ড ¯¬্যাম শিরোপা খরায় ভুগছিলেন সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন এবং উইম্বলডন টেনিসে ব্যর্থতার পর ইউএস ওপেন আসরটি ছিল চলতি বছর এই মার্কিন টেনিস তারকার জন্য গ্র্যান্ড ¯¬্যাম শিরোপা জয়ের শেষ সুযোগ। অন্যদিকে ডেনিস তারকা ক্যারোলাইন ওজনিয়াকির জন্য এটা ছিল প্রথমবারের মতো টেনিসের মেজর শিরোপা জয়ের সুযোগ। তবে প্রিয় বান্ধবী সেরেনার অদম্য গতির কাছে হার মানতে হয়েছে তাকে। আসরের শিরোপা জয়ের পাশাপাশি ৪ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারও জিতে নিয়েছেন সেরেনা। রবিবার ইউএস ওপেনের শিরোপা জয়ের সুবাদে মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস অ্যাভার্টের পাশে নাম লিখিয়েছেন সেরেনা উইলিয়ামস। এদের প্রত্যেকের নামের পাশেই রয়েছে ১৮টি গ্র্যান্ড ¯¬্যাম শিরোপা জয়ের রেকর্ড। অবশ্য সর্বোচ্চ মেজর শিরোপা জয়ের রকের্ডটি যার দখলে, তার নাম মার্গারেট কোর্ট। ২৪টি মেজর শিরোপা জিতেছেন এই সাবেক অস্ট্রেলিয়ান প্রমীলা টেনিস তারকা। এ ছাড়াও জার্মানির স্টেফি গ্রাফের গ্র্যান্ড ¯¬্যাম শিরোপা রয়েছে ২২টি। আরেক সাবেক মার্কিন প্রমীলা টেনিস তারকা হেলেন উইলসের দখলে রয়েছে ১৯টি গ্র্যান্ড ¯¬্যাম শিরোপা। টেনিসের ইতিহাসে তাই সর্বোচ্চ মেজর শিরোপাধারী খেলোয়াড় হিসেবে নাম লেখাতে চাইলে আরও অনেক পথ হাঁটতে হবে সেরেনা উইলিয়ামসকে।