Connecting You with the Truth

তৃতীয় দিনেও রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়

76055d637f7625f417de289b80c89318-10

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ তৃতীয় দিনে দেয়া হবে ২২ সেপ্টেম্বরের ট্রেনের আগাম টিকিট। আজ সকাল নয়টায় কাউন্টার খোলার কথা হলেও গতকাল সন্ধ্যার পর থেকেই কমলাপুরে এসে জড়ো হতে থাকেন টিকিট প্রত্যাশীরা। কাঙ্ক্ষিত টিকিট পেতে পুরো রাত জেগে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন যাত্রীরা। অনেকেই পেপার হাতে নিয়ে রেলস্টেশনেই পুরো রাত কাটিয়ে দেন।

রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের সময় প্রচণ্ড যাত্রীচাপ সামাল দিতে আগামী ২০ তারিখ পর্যন্ত রেলের আগাম টিকিট বিক্রি করবেন তারা।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...