Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন ভলিবল খেলোয়ারদের সংবর্ধনা ও প্রীতি ম্যাচ

DSC03312 copyডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ভলিবল ম্যাচ ও প্রাক্তন ভলিবল খেলোয়ারদের সংবর্ধনা অনুষ্ঠান। ভজনপুর খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাক্তন খেলোয়ারদের সংবর্ধনা ও এক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ভলিবল ম্যাচ এ ভজনপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম তেঁতুলিয়া আজিজ নগর কবির জসিমউদ্দীন সংসদ এর খেলোয়াররা অংশ গ্রহণ করেন। খেলার শুরুতে প্রাক্তন ও বর্তমান খেলোয়ারদের যারা মৃত্যু বরণ করেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন। প্রীতি ৩ ম্যাচ খেলায় দুটিতে কবি জসিমউদ্দীন সংসদ জয় লাভ করে ভজনপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে প্রাক্তন খেলোয়ারদের সংবর্ধনা অনুষ্ঠানে ভজনপুর খেলোয়ার কল্যাণ সমিতির আহব্বায়ক হামিদুল হাসান (লাবু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভলিবল খেলোয়ার, বর্তমান তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান জনাব রেজাউল করিম শাহিন। এ সময় আরো উপস্থিত ছিলেন ভজনপুর মাঠে বর্তমান ও সোনালী অতীতের প্রাক্তন সকল ভলিবল খেলোয়াররা। ভজনপুর খেলোয়ার কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রাক্তন সকল খেলোয়ারকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.