তেঁতুলিয়ায় যুবক হত্যার ঘটনায় মামলা দায়ের; আটক ৩
হায়দার ইমাম, তেঁতুলিয়া: পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া থানার অন্তর্গত ভজনপুর ইউনিয়নের গোলাপদি গছ এলাকার একটি বাঁশঝাড়ের পার্শে গলা কাটা যুবকের মৃতদেহ উদ্ধার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্র জানা যায়, সোমবার ভজনপুর ইউনিয়নের গোলাপদি গছ এলাকার একটি বাঁশঝাড়ের পাশ থেকে ট্রাক্টর এর ড্রাইভার আব্বাস আলী (২২) নামক এক যুবকের লাশ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হয়। মৃতের পিতা তবিবর রহমান, মাতা নুরজাহান, গ্রাম শান্তিনগর, ডাকঘর ভজনপুর বলে জানা যায়। ব্যাক্তিগত শত্র“তায় এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী ও মৃতের আত্বীয় সজনরা ধারনা করেন। খবর পেয়ে তেতুঁলিয়া উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস, ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র বলেন, লাশের ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এ ব্যাপারে ৩০২, ৩৪ ধারায় আসামীর অজ্ঞাত পরিচয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে যাহার মামলা নং ৪ তাং ০৭/০৩/১৬ইং। প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।