তেঁতুলিয়ায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী সভা
তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধী: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সন্ত্রাস, নাশকতা, জঙ্গীবাদ প্রতিরোধ এবং বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, শিশুশ্রম ও মাদক বিষয়ে এক জনউদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব অমল কৃষ্ণ মন্ডল, জেলা প্রশাসক, পঞ্চগড়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রেজাউল করিম শাহিন, তেঁতুলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ইয়াসিন আলী মন্ডল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আনিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সরকারী কর্মকর্তাগণ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।