ত্বকীর বাবা রাফিউর রাব্বিকে এক বছরের সাজা
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নিহত মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রাফিউর রাব্বিকে চেক জালিয়াতির মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুন-উর রশিদ এ সাজা দেন।
এ বিষয়ে অতিরিক্ত পিপি আব্দুর রহিম জানান, ২০১০ সালের জুলাই মাসে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকার জালাল উদ্দিন নামে এক ব্যবসায়ী রফিউর রাব্বির নামে ৭০ লাখ টাকার চেক জালিয়াতির সি আর মামলা করেন। এ মামলার শুনানি শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।