থাইল্যান্ডে বোমা হামলাকারীর ছবি প্রকাশ করেছে পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে বোমা হামলাকারী একটি নিষিদ্ধ নেটওর্য়াক সংগঠনের সদস্য বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রধান।
পুলিশ প্রধান সোময়াট পুমপানমং সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের পরিকল্পনার এই হামলাটি হয়েছে।হামলায় একাধিক ব্যক্তি জড়িত ছিল।সিসিটিভিতে আমরা প্রধান হামলাকারীর সঙ্গে আরো দুইতিনজনকে দেখেছি। তবে আমরা ধারণা করছি যে হামলায় থাই কোন নাগরিকও জড়িত থাকতে পারে।
পুলিশ প্রধান আরো জানিয়েছেন, তারা প্রধান হামলাকারীকে এখনো ধরতে পারে নি। তবে সবাত্মক চেষ্টা তারা অব্যাহত রাখছে। এর সঙ্গে পুলিশ হামলাকারীর একটি ছবিও প্রকাশ করেছে। হামলাকারীর বিরুদ্ধে আদালতে হত্যার মামলাও দায়ের করা হয়েছে।
এর আগে থাইল্যান্ডে বোমা হামলাকে দেশের উপর সবচেয়ে খারাপ আক্রমণ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রাইউথ চ্যান ওচা।
সোমবার রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে ধর্মীয় একটি উপাসনালয়ের কাছে মোটরসাইকেলে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন বিদেশি পর্যটকসহ অন্তত ২১ জন নিহত হয়।
বাংলাদেশেরপত্র/এডি/আর