Connecting You with the Truth

দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের মুখে রিয়াদ-তামিমের প্রশংসায়

স্পোর্টস ডেস্ক :
চট্রগ্রাম টেস্টে শুরু থেকেই সবাধানী ব্যাটিং বাংলাদেশের। অযথা কোন ব্যাটসম্যানই ঝুঁকি নেন নি। বাংলাদেশের পক্ষে প্রথম ইনিংসে অর্ধশতক রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ-তামিমের ব্যাটিংয়ের প্রশংসা দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ চার্লস ল্যাঙ্গেভেল্টের মুখেও। চট্রগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট। দক্ষিণ আফ্রিকার বোলিং নিয়ে জানতে চাইলে তিনি জানান স্টেইন, মরকেল, ফিল্যান্ডারদের বোলিং তিনি খুশি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে কোনো বোলিং কোচের জন্য আরো অনেক উইকেট চাই। কিন্তু বাস্তবতাও মেনে নিতে হবে। অর্ধশতক পাওয়া দুই বাংলাদেশী ব্যাটসম্যানের প্রশংসাও করতে দেখা গেলো ল্যাঙ্গেভেল্টকে। তিনি বলেন, ‘মাহমুদুল্লাহ অবিশ্বাস্য খেলেছে। এছাড়া তামিমও খুব ভালো খেলেছে।’ এছাড়াও ল্যাঙ্গেভেল্ট তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার করনীয় প্রসঙ্গে বলেন, ‘আগামীকাল ভিন্ন ঘটনা ঘটতেই পারে। তৃতীয় দিনের শুরুতেই দ্রুত বাংলাদেশের দুইটি উইকেট ফেলে দিতে চাই। তবে, কালকেও বৃষ্টি থাকতে পারে। এছাড়া দ্বিতীয় নতুন বলও নেওয়া বাকি।’

Comments
Loading...