দর্বৃত্তদের আগুনে জবি ছাত্রী দগ্ধ
স্টাফ রিপোর্টার:
দুর্বৃত্তদের আগুনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী সুলতানা ইসলাম দীবা দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করা হয়েছে। গত কাল সকালে রাজধানীর রায়েরবাগ এলাকায় ঢাকামুখী স্বদেশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিলে এ ঘটনা ঘটে। দীবার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি রায়েরবাগে পৌঁছলে র্দুবৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জবি শিক্ষার্থী দগ্ধ হন। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আরও অন্তত পাঁচ জন আহত হয়েছেন। দগ্ধ দীবাকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক শিক্ষার্থীর পা ঝলসে গেছে। এ সময় বাস থেকে নামতে গিয়ে ৪-৫ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় নি। ঢামেক হাসপাতালের চিকিৎসক পার্থ শঙ্কর বলেন, তাকে (দীবা) অবজারভেশনে রাখা হয়েছে। আঘাত গুরুতর নয়। আশা করছি দু’একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া যাবে।