দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস, বাবরের মুক্তিতে আনন্দ র্যালি
নিজস্ব প্রতিবেদক:
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবর দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর বাবর মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটি আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। আনন্দ র্যালিটি রাজধানীর ভাষানটে থানার সামনে থেকে কচুক্ষেত পর্যন্ত চলে এবং পরে মিষ্টি বিতরণ করেন নেতৃবৃন্দ।
বাবর মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে আনন্দ মিছিলে অংশ নেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম ইকবাল।
আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কামাল হোসেন টিটু, আবু জাফর সবুজ, আজহারুল ইসলাম ভূঁইয়া, মোবারক হোসেন সুমনসহ ঢাকা মহানগরের থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সংগঠনের নেতাকর্মীরা এ সময় বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ১৭ বছর নির্যাতনের শিকার হওয়ার পর মিথ্যা দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবর কারাবন্দি ছিলেন। আজ তিনি খালাস হয়েছেন, এতে সবাই আনন্দিত।”