Connecting You with the Truth

দাউদকান্দিতে জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

JMadk 16-7-16-1.দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি: জঙ্গিবাদ ও মাদক ব্যবসায়ীদের দমনে সামাজিক ভাবে প্রতিরোধের অংশ হিসাবে দাউদকান্দির জিংলাতলী ইউনিয়ন পরিষদ মার্কেট মাঠে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। জিংলাতুলি যুবসমাজের উদ্যোগে আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহন করেন এলাকার যুবসমাজ, ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ সকল শ্রেণির জনগণ।
এসময় বক্তব্য রাখেন জিংলাতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া, বিশেষ অতিথি কুমিল্লা জেলা রেডক্রিস্টে সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির, ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান লিটন, থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী, ডাক্তার জাকির হোসেন ও নজরুল ইসলাম মোল্লা।

Comments
Loading...