দাকোপে ইউপি পরিকল্পনা প্রনয়ন সভায় নারীবিকাশ কেন্দ্রের সুপারিশনামা পেশ
দাকোপে নারীবিকাশ কেন্দ্রের সদস্যরা ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা প্রনয়ন সভায় একটি সুপারিশনামা ইউপি চেয়ারম্যানের কাছে পেশ করছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় কৈলাশগঞ্জ ইউনিযন পরিষদের পঞ্চবার্ষিক/বার্ষিক পরিকল্পনা সভায় একটি সুপারিশনামা ইউপি চেয়ারম্যানের কাছে পেশ করেছেন কৈলাশগঞ্জ নারীবিকাশ কেন্দ্রের সদস্যরা। সুপারিশনামায় আগামী ২০১৫-১৬ অর্থবছরে ইউপি বাজেটে নারী ও শিশু উন্নয়ন খাতে এবং দরিদ্র ও হতদরিদ্রদের জন্য বিশেষ বরাদ্দ সহ এলাকার বিভিন্ন উন্নয়ন খাতে বরাদ্দ রাখার কথা উল্লেখ করা হয়েছে। সূত্রে জানাযায় দাকোপের ৯টি ইউপি প্রি-বাজেট সভায় স্ব স্ব ইউনিয়নের নারীবিকাশ কেন্দ্রের নেত্রীরা এই সুপারিশনামা পেশ করেছেন। কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের পরিকল্পনা সভায় চেয়ারম্যান মিহির মন্ডলের সভাপতিত্বে ধারণাপত্র পাঠ করেন ইউপি সচীব গোবিন্দ লাল রায়, বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা খান মোতাহার হোসেন, রূপান্তর দাকোপের এরিয়া ম্যানেজার দীপক রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শক রনজিত কুমার গাইন, সমাজ সেবক সুনীত কুমার সরকার প্রমুখঃ। সভায় উপস্থিত ছিলেন ৬টি স্ট্যান্ডিং কমিটির সদস্য ও এলাকার সুশীল সমাজের প্রতিনিধি।