দাফনের দুই বছর পর দেহাবশেষ উত্তোলন
সরিষাবাড়ী সংবাদদাতা:
অপমৃত্যু নয় ছেলেকে হত্যা করা হয়েছে -এমন অভিযোগে আদালতের নির্দেশে দাফনের দুই বছর পর সরিষাবাড়ীতে এক যুবকের দেহাবশেষ উত্তোলন করা হয়েছে।
পরিবারের দাবি, ছেলেকে তার শুশুর বাড়ির লোকজন হত্যা করেছে। এ বিষয়ে নিহতের মা সুমিতা রবি দাস জামালপুর জেলা আদালতে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করলে পিবিআই জামালপুরকে তদন্তের নির্দেশ দেয়া হয়।
জানা যায়, ২০২০ সালের ২৪ আগষ্ট জামালপুর সদর উপজেলার কাস্টশিংগা গ্রামের শুশুর বাড়িতে শ্যামল দাসের মৃত্যু হয়।
বুধবার দুপুরে (১২ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ, পিবিআই জামালপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন, মামলার তদন্ত কর্মকর্তা জোবায়ের আহমেদ রনি, আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা বেলাল হোসেন, তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের উপস্থিতিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের পাশ থেকে যুবকের মরদেহের দেহাবশেষ উত্তোলন করা হয়। পরে ফরেনসিকে পাঠায় পিবিআই জামালপুর।
নিহত শ্যামল রবি দাস সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের নেপাল রবি দাস’র ছেলে। খালাতো বোন রীতা রবি দাস’র সাথে বিয়ে হয়। বিয়ের পর শুশুর বাড়িতেই থাকতেন শ্যামল। বিয়ের দুই মাস শ্যামলের মৃত্যু হয়।