Connecting You with the Truth

দামপাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্রী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি:
নগরীর খুলশী থানার দামপাড়া পুলিশ লাইনের সামনের সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় নাঈমা তারান্নুম (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নাঈমা দামপাড়া পুলিশ লাইন ইনস্টিটিউটের চতুর্থ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ছাত্রীর বাবা আবু নাঈম আহত হয়েছেন। রবিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া বলেন, মোটরসাইকেলে করে মেয়ে নিয়ে যাওয়ার সময় দামপাড়া পুলিশ লাইনের সামনের সড়কে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে নাঈমাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments