Connecting You with the Truth

দিতির নির্দেশনায় ‘ভ্যালেন্টাইন অতঃপর ভালোবাসা’তে নাদিয়া

বিনোদন ডেস্ক:07-Diti-Nadia
গত নভেম্বরেই ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার এ্যাওয়ার্ড’ অর্জন করেছেন নাদিয়া আফরিন। অভিনয়ে এরইমধ্যে তার অভিষেক হলেও দর্শকের সামনে নাদিয়া এখন পর্যন্ত একবারই এসেছেন। এখনো নাদিয়াকে পর্যায়ক্রমে টিভির পর্দায় দেখার সুযোগ আসেনি। আসছে ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ের পর্দাতেই দ্বিতীয়বারের মতো দেখবেন তাকে। চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির নির্দেশনায় নির্মিত ভালোবাসা দিবসের বিশেষ টেলিফিল্ম ‘ভ্যালেন্টাইন অতঃপর ভালোবাসা’তে নাদিয়া আফরিনকে দেখা যাবে। এই টেলিফিল্মে অভিনয়ের ম্যধদিয়ে নাদিয়া আফরিনের দুটি স্বপ্ন একসঙ্গে পূরণ হলো। একটি প্রিয় অভিনেত্রী দিতির সঙ্গে অভিনয় করা আর দ্বিতীয়টি হচ্ছে দিতির নির্দেশনাতেই কাজ করা। শারমিন চৌধুরী ইফশিতার রচনায় ও দিতির পরিচালনায় ‘ভ্যালেন্টাইন অতঃপর ভালোবাসা’ টেলিফিল্মে নাদিয়া আফরিন অভিনয় করেছেন দিতির ননদ ঐশী চরিত্রে অভিনয় করেছেন।
নাদিয়া আফরিন প্রসঙ্গে দিতি বলেন, ‘ নতুন হিসেবে নাদিয়া আফরিন বেশ ভালো অভিনয়ই করেছে। অভিনয়ে যদি সে ধারাবাহিকভাবে লেগে থাকে আমার মনে হয় অভিনেত্রী হিসেবে তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। ভালোবাসা দিবসের বিশেষ এই টেলিফিল্মটির গল্প খুব চমৎকার। ইফশিতার গল্পের গাঁথুনি এর আগেও আমাকে মুগ্ধ করেছে, এই টেলিফিল্মেও ক্ষেত্রেও তাই হয়েছে।’
লাক্স তারকা নাদিয়া আফরিন বলেন, ‘ দিতি ম্যাডামের সঙ্গে একই ফ্রেমে অভিনয় করবো-এটাতো আমার স্বপ্ন ছিল। অনেক অনেক কৃতজ্ঞ আমি তার কাছে যে তিনি আমাকে তার নির্দেশনাতে তারসঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এত ভালোবেসে, আদর করে তিনি অভিনয় আদায় করে নেন যে মন থেকেই অভিনয় চলে আসে। ‘ইম্প্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ভ্যালেন্টাইন অতঃপর ভালোবাসা’ টেলিফিল্মটি আসছে ভালোবাসা দিবসে চ্যানেল আইতে প্রচার হবে।

Comments
Loading...