দিনাজপুরের ফল ও বৃক্ষ মেলার সমাপ্তি
আমিনুল ইসলাম, দিনাজপুর সদর:
দিনাজপুরে ১০ দিনব্যাপী ফল ও বৃক্ষ মেলা সম্পন্ন হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর আয়োজিত ১০ দিনব্যাপী ফল ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান ১৬ আগস্ট বিকেল ৪টায় দিনাজপুর বড় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. রুহুল আমিন, সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. আলী কবির প্রমুখ। আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ও মালিকদের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিওর কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।