দিনাজপুরের বিরলে অটোরিকশা ছিনতাই করে যুবককে গলা কেটে হত্যা
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে অটো বাইক ছিনিয়ে নিয়ে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঈদের দিন দুপুরে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের ফরাক্কাবাদ ইউনিয়নের বাজার দিঘী নামক স্থান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক শহরের রামনগর মদিনা মসজিদ এলাকার জশরত আলীর ছেলে সুমন বলে জানা গেছে। সুমন অটোবাইক চালক।
বিরল থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।