Connect with us

দিনাজপুর

দিনাজপুরের বিরামপুরে অস্ত্রসহ ৪ জন ডাকাত আটক

Published

on

SAMSUNG CAMERA PICTURES

দিনাজপুরের বিরামপুরে অস্ত্রসহ আটক ৪ ডাকাত

শাহ্ আলম মন্ডল, বিরামপুর, দিনাজপুর:
দিনাজপুরের বিরামপুরে ২২ মে, শুক্রবার সন্ধ্যায় ডাকাতির প্রস্তুতিকালে জাপান ও ইতালির তৈরি ২টি পিস্তল, ২৪টি গুলি ভর্তি ৪টি ম্যাগাজিন, ৪টি অতিরিক্ত গুলি, ১টি চাপাতি, ১টি কিচেন নাইফ ও ১টি ঢাকা মেট্রো-চ -১১-৩০০৮ নন্বরের সাদা রং এর মাইক্রোবাসসহ ৪ যুবককে আটক করেছে থানা পুলিশ। থানায় গিয়ে জানা যায়, পাবনা জেলা থেকে একটি ডাকাতদল বিরামপুরে ডাকাতি করতে এসেছে এসআই আবু বক্কর সিদ্দিক গোপনে এ খবর পেয়ে ওসি (তদন্ত) সাকিলা পারভীনকে জানালে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাইক্রোবাস সহ ডাকাতদের গ্রেফতার করে। ডাকাতদের গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তিতে মোহর আলী ও মোহসিন আলী নামে থানার ২জন কনস্টেবল আহত হয়েছে বলে জানা গেছে।

আটকৃতরা হলেন, পাবনা জেলার আতাইকোলা থানার সারাডাংগী গ্রামের আব্দুল করিম শেখের পুত্র এমরান হোসেন (৩২), একই থানার পুস্পপাড়া গ্রামের ওমেদ খার পুত্র কামাল ওরফে কানু খাঁ (২৪) ও মধুপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন ওরফে লিটন (২৮), ঈশ্বরদী থানার দীঘা গ্রামের মৃত আফসার সর্দারের পুত্র আইনুল হক (৩৩)। এসআই আবু বক্কর সিদ্দিক জানায়, আটকৃতদের বিরুদ্ধে বিরামপুর থানায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে ২টি মামলা হয়েছে। মামলা নং -১৪ ও ১৫, তারিখ: ২২/০৫/২০১৫।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *