Connecting You with the Truth

দিনাজপুরের বীরগঞ্জে জামের বীজ খেয়ে ১১ শিশু অসুস্থ

দিনাজপুর: ‘জামের বীজ’ খেয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের হাজিপাড়ার ১১ শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।  মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একে একে অসুস্থ হয়ে পড়ায় শিশুগুলোকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এরা হলো হাজিপাড়ার নাসির হোসেনের ছেলে জুয়েল রানা (৬), রেজাউল ইসলামের ছেলে বেলাল হোসেন (৪), মো. সেন্টুর ছেলে নাহিদ ইসলাম (৮), আবু বক্করের ছেলে হাসান মারুফ (৬), তরিকুল ইসলামের মেয়ে সাথি ইসলাম (৬), তসলিমা ইসলাম (১০), মালেকের ছেলে জাহিদ হাসান (৫), মিজানুর রহমানের ছেলে নুরুজ্জামান (১০), ইজারুল ইসলামের মেয়ে মারুফা খাতুন (১০), মো. করিমের মেয়ে কারিমান খাতুন (৮) ও মো. তুফানির মেয়ে সুইটি আরা খাতুন (৮)।

এদের মধ্যে জুয়েলের বাবা নাসির হোসেন বলেন, তার ছেলেসহ ১১ শিশু মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে জঙ্গলে খেলতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরলে জুয়েলের বমি শুরু হয়। পরে জুয়েল আমাকে জানায় যে তারা বিকেলে খেলার সময় জামের বীজ খেয়েছে। এরপর কয়েক বার বমি করায় রাতে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখি, আমার ছেলের খেলার সঙ্গীদেরও একই অবস্থা।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাহমুদুল হাসান পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুরা ও তাদের পরিবার জানায়, জামের বীজ বা এ জাতীয় কিছু খেয়ে শিশুগুলো অসুস্থ হয়ে পড়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

Comments
Loading...