Connecting You with the Truth

দিনাজপুরে ঈদের জামাতে সরকারবিরোধী বক্তব্যে ইমাম আটক

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের খানসামা উপজেলায় ঈদের জামাতে সরকারবিরোধী বক্তব্যের অভিযোগে  মাওলানা মো. আজিজুর রহমান আইয়ুবী (৫৫) নামে এক ইমামকে আটক করা হয়েছে। তিনি খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক। আজিজুর উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ঝগড়ুপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজবাড়ি থেকে পুলিশ তাকে আটক করেছে। আজিজুরকে থানায় রাখা হয়েছে।

জানা গেছে, ঈদের দিন শনিবার সকালে আজিজুর রহমান ৫ নং ভাবকী ইউনিয়নের কুমুরিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাতের নামাজ শুরুর আগে বয়ানের সময় বলেন, হাসিনার সরকার হচ্ছে নাস্তিক সরকার। এই সরকার জামায়াতের লোকজনের ওপর জুলুম করে জেলে আটকে রেখেছে। তিনি তাদের মুক্তির দাবি জানান।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে আজিজুরকে জিজ্ঞাসাবাদ চলছে। ঈদের নামাজে সরকার বিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে তাকে রাতে আটক করা হয়। যাচাই বাচাই শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments