দিনাজপুরে জামায়াত নেতা আটক
চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা: একাধিক নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী, চিরিরবন্দর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও মকবুল হোসেন মুন্সী (৫৫) কে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। শুক্রবার বিকেল ৬ টায় সাদা পোশাকে একদল পুলিশ তার নিজ বাড়ী রানীরবন্দর কেয়া পরিবহন কাউন্টারের সামনে থেকে আটক করে।
পুলিশ জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি জামায়াতের ডাকা হরতাল অবরোধের সময় রানীরবন্দরে নির্বাচন পূর্ব ও পরবর্তী সহিংসতা তার নেতৃত্বে ঘটেছিল।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, আটক মকবুল হোসেন মুন্সীর বিরুদ্ধে চিরিরবন্দর থানায় ১৫টিরও বেশী নাশকতার মামলা রয়েছে।