দিনাজপুরে ফেন্সিডিলসহ ইউপি চেয়ারম্যানের ভাইসহ আটক ৩
দিনাজপুর সদর উপজেলার পল্লীতে ফেন্সিডিলসহ তিনজনকে আটক
করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এদের মধ্যে একজন ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নুরুজ্জামানের ছোট ভাই। এ সময় তাদের কাছ থেকে একটি লাল রঙের ডাউন ৮০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকৃতরা হলেন- ৭নং উথরাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের ছোট ভাই Aও নুনাইস গ্রামের রমজান হাজীর ছেলে মনিরুজ্জামান (৩৮), একই এলাকার হুসেন আলীর ছেলে আজাহার আলী (৩০) ও মো. রুস্তম আলীর ছেলে সালেউর রহমান (৩৩)।
দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের মেজর আব্দুল্লাহ আল মাহমুদ রাজু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের মালিগ্রাম বাজার এলাকায় একটি মোটরসাইকেলসহ তিনজন আরোহীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে খোলা পাচঁ লিটার ও পাচঁ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটকদের পর রাতেই দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের কাছে সোর্পদ করে র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
বাংলাদেশেরপত্র/এডি/আর