দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এলজিইডির বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী নিহত
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে দূঘর্টনায় এলজিইডি’র রংপুর অঞ্চলের বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.আফজালুর রহমান (৫৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার বহনকৃত প্যারোডো জীপ চালক মো.হাফিজ (৫০)।
ঘটনাটি ঘটেছে,আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় দিনাজপুর-ফুলবাড়ী মহা সড়কের চিরিরবন্দর উপজেলার উচিৎপুর নামক এলাকায়। এ সময় তিনি প্যারোডো জীপ যোগে গাইবান্ধা পলাশবাড়ীস্থ শ্বশুরালয় থেকে প্রধান মন্ত্রী’র সাথে সরাসরি ভিডিও কনফারেন্সে অংশ নিতে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে আসছিলেন। আসার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্যারোডো জীপটি সড়কের পার্শ্বে গাছের সাথে ধাক্কা লাগিয়ে দেয়। এতে ঘটনাস্থলে স্থানীয় সরকার প্রকোশলী অধিদপ্তর-এলজিইডি’র রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.আফজালুর রহমান (৫৯) নিহত হয়। আহত হয় তার বহনকৃত প্যারোডো জীপ চালক মো.হাফিজ (৫০)।
এ ঘটনার সত্যতার স্বীকার করেছেন, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম।