Connecting You with the Truth

দিল্লিতে গণভোট আয়োজনের কথা ভাবছেন কেজরিওয়াল

 আন্তর্জাতিক ডেস্ক :  পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার জন্য দিল্লিতে গণভোট আয়োজনের কথা ভাবছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতীয় সংবাদমাধ্যম সোমবার জানায়, এ ব্যাপারে গণভোট বা অন্য কোনোভাবে অধিবাসীদের সিদ্ধান্ত নেয়া যায় কিনা-তার সম্ভাব্যতা যাচাই করতে উদ্যোগ নেয়ার জন্য নগর উন্নয়ন বিভাগকে নোটিশ দিয়েছেন তিনি।

একই সঙ্গে রাজ্যের মর্যাদা পেতে বিল তৈরি করতে দিল্লির আইন বিভাগও দ্রুততার সঙ্গে কাজ করছে বলে জানান অরবিন্দ কেজরিওয়াল। গত মাসে এ দুই মন্ত্রণালয় কেজরিওয়ালের নির্দেশনা পায়।

বিভিন্ন পত্রিকার খবরে বলা হয়েছে, গণভোট আয়োজনের ব্যাপারে কেজরিওয়াল তার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন। কেজরিওয়াল গণভোট আয়োজন করলে তা কেন্দ্রের সঙ্গে তার সরকারের মতপার্থক্য চরমে তুলবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ মর্যাদার ভূখণ্ড হিসেবে স্বীকৃত দিল্লি।

তবে, অন্যান্য রাজ্যের মতো দিল্লির বিধান সভা থাকলেও পুলিশ, ভূমি ও প্রশাসনিক অনেক বিষয়ের নিয়ন্ত্রণ থাকে কেন্দ্রীয় সরকারের হাতে

Comments
Loading...