দীর্ঘ ৭ বছরপর আবুল কালাম এবং তারিন
বিনোদন ডেস্ক:
পার্থ বড়–য়া, আজাদ আবুল কালাম এবং তারিন। এ তিন তারকার প্রত্যেকেই দর্শকমহলে সুপরিচিত। একসাথে অভিনয় করে ভক্তদের বরাবরই করেছেন অবাক। তবে হতাশাজনক হলেও দীর্ঘ কয়েক বছর ধরেই এই তারকাদের একসাথে কাজ করতে দেখা যাচ্ছে না। তবে ভক্তদের জন্য একটি সুখবর অপেক্ষা করছে।আর তা হল দীর্ঘ ৭ বছর পর আবারো তাদের একসঙ্গে দেখা যাবে। দিলারা হাশেমের ছোটগল্প ‘সিগমার টেলিফোন সংলাপ’ অবলম্বনে নির্মিতব্য নাটকে অভিনয় করছেন তারা। নাটকটির নির্দেশনা দিচ্ছেন এজাজ মুন্না। বর্তমানে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ চলছে। এ প্রসঙ্গে পার্থ বড়–য়া বলেন, ‘আমি বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম। ওই সময়ই এজাজ মুন্না আমার সঙ্গে যোগাযোগ করেন। গল্পটি ভালোলাগায় কাজটি করছি। আজাদ আবুল কালামের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। তবে তারিনের সঙ্গে এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয়
করেছি। আশা করি, গল্প ও বৈচির্ত্যগুণে নতুন নাটকটি সবার পছন্দ হবে।’ আজাদ আবুল কালাম বলেন, ‘অভিনেত্রী হিসেবে তারিন অনেক উঁচুমাপের। পার্থ বড়–য়াও ইতোমধ্যে অভিনয়ে দক্ষ হয়ে উঠেছেন। নতুন নাটকে আমরা আমাদের চরিত্রগুলো যথাযথভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করছি।’ তারিন বলেন, ‘মুন্না ভাইয়ের নাটকে আমি একযুগ আগে অভিনয় করেছিলাম। ওই নাটকে আমি, তাজিন এবং মাহফুজ ভাই অভিনয় করেছিলাম। এরপর আসলে ব্যাটে-বলে মেলেনি, তাই কাজও করা হয়ে ওঠেনি। তবে এবারকার স্ক্রিপ্টটি আমার ভীষণ ভালো লেগেছে। আমার সহশিল্পীরাও দারুণ অভিনয় করছেন। আশা করি, দর্শকদের একটি মানস¤পন্ন নাটক উপহার দিতে পারব।’