Connecting You with the Truth

দুই মন্ত্রী স্বপদে বহাল থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

2minশপথ ভঙ্গের পরও সরকারের দুই মন্ত্রী স্বপদে বহাল থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ সোমবার হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় এ রিট দায়ের করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। বিচারপতি মঈনুল ইসলামের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এ রিটের শুনানি হতে পারে।
রিট আবেদনে বলা হয়, আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দোষী সাব্যস্ত করেছে দেশের সর্বোচ্চ আদালত।
আদালতের অভিমতে বলা হয়েছে, বিচারপতি ও বিচার প্রশাসন নিয়ে দুই মন্ত্রীর মন্তব্য ছিল উদ্দেশ্যপ্রনোদিত।
তারা এ ধরনের মন্তব্য করে সর্বোচ্চ আদালতের মর্যাদা ও ভাবমূর্তিকে খাটো করেছেন। ফলে তারা সংবিধানকে সম্মুনত রাখতে যে শপথ নিয়ে ছিলেন, তা ভঙ্গ করেছেন। সংবিধানের অধীনে শপথ ভঙ্গের জন্য ওই পদে থাকতে পারেন না।
রিট আবেদনে রুল জারির জন্য আদালতের কাছে প্রার্থনা জানানো হয়েছে।
রিটে প্রধানমন্ত্রী কার্যালয় সচিব, রাষ্ট্রপতি কার্যালয় সচিব, মন্ত্রীপরিষদ সচিব, আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

Comments