দুটি ছবি নিয়ে কক্সবাজারে অমৃতা
বিনোদন প্রতিবেদক:
নিরবের সঙ্গে ‘গেম’ এবং ‘অন্তরে অন্তরে’ ছবি দুটিতে অভিনয় করেছেন অমৃতা খান। দুটি ছবিই নির্মাণাধীন। এবার ক্যারিয়ারের তৃতীয় ছবির কাজ করছেন তিনি। ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ নামের ছবিটির গানের দৃশ্যায়নের জন্য অমৃতা এখন কক্সবাজারে। এতে তার সহশিল্পী বাপ্পী, তানভীর তনু ও আঁচল। ছবিটি পরিচালনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান। এদিকে আগামী ৬ সেপ্টেম্বর থেকে কক্সবাজারেই আরেকটি ছবির কাজ করবেন অমৃতা। রাজু আহমেদ পরিচালিত ‘অসম প্রেম’ নামের ছবিটিতে তার সহশিল্পী ইমন। এ প্রসঙ্গে অমৃতা বলেন, ‘দুটি ছবির কাজেই কক্সবাজারে আসা। কাজের ফাঁকে আমরা মা-মেয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। ভালোই লাগছে।’