Connecting You with the Truth

দুটি মার্কিন জঙ্গি বিমান বিধ্বস্ত, বৈমানিক নিখোঁজ

শুক্রবারের এ ঘটনায় এক বৈমানিক নিখোঁজ রয়েছেন বলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

প্রশান্ত মহাসাগরের ওয়েক দ্বীপের ৪৭০ কিলোমিটার পশ্চিমে বিমান দুটি বিধ্বস্ত হয় বলে নৌবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন থেকে উড়াল দেয়ার পর এফ/এ-১৮ জঙ্গি বিমান দুটি বিধ্বস্ত হয়।

পরপরই একজন বৈমানিককে উদ্ধার করে রণতরীতে চিকিৎসা দেয়া হয়।

কী কারণে বিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে।

নিখোঁজ বৈমানিকের সন্ধানে তল্লাশি চলছে বলেও এতে বলা হয়।

বিধ্বস্ত বিমান দুটিরও কোনো খোঁজ মেলেনি বলে মার্কিন নৌবাহিনী জানায়।

Leave A Reply

Your email address will not be published.