Connecting You with the Truth

দুদকের ওয়েবসাইট হ্যাকড

ddddনিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশী একটি হ্যাকার গ্রুপ। উদ্বোধনের ৩ দিনের মাথায় বৃহস্পতিবার রাতে তা হ্যাক করা হয়। রাত ১২টার দিকে ওয়েবসাইটে  গিয়ে কালো রঙের একটি পেজ দেখা গেছে। সেখানে সাদা রং দিয়ে হ্যাকড বাই এফএস লেখা রয়েছে। ওয়েবসাইটে ‘তুমি দিয়ো নাকো বাসর ঘরের বাত্তি নিভাইয়া’ গানটিও শোনা যাচ্ছে।

রিপোর্ট লেখা পর্যন্ত দুদকের ওয়েবসাইটে (http://www.acc.org.bd/) ঢুকে দেখা যায় ‘Site is under Maintenance’।
এর আগে গত ৩১ মার্চ বাংলা ও ইংরেজি দুই ভাষায় নতুন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান এম বদিউজ্জামান।
Comments